এসে গেল কিয়া মোটর্সের সনেট

বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমেকার কিয়া মোটর্স কর্পোরেশন এক ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ করল কিয়া সনেট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অবস্থিত কিয়া’র অত্যাধুনিক কারখানায় নির্মিত সনেট হল কিয়া’র সম্পূর্ণ নতুন স্মার্ট আর্বান কম্প্যাক্ট এসইউভি। সেল্টোস-এর পর এটি এই ব্র্যান্ডের সর্বশেষ মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। সনেটের মাধ্যমে কিয়া মোটর্স কম্প্যাক্ট এসইউভি সেগমেন্ট প্রবেশ করল। এই প্রোডাকশন-রেডি মডেলের ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে সনেট কনসেপ্ট’কে বিশ্বের সামনে আনা হয়েছিল গত ফেব্রুয়ারিতে, দিল্লি অটো এক্সপো’তে। ভারতে এই নতুন গাড়ির বিক্রয় শুরু হবে শীঘ্রই, তারপর হবে কিয়া’র বিভিন্ন গ্লোবাল মার্কেটে। প্রতি ৬ থেকে ৯ মাসে একটি নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে সনেট ভারতে লঞ্চ করা হবে এই উৎসবের মরশুমে। সনেটের দুইটি পেট্রল ইঞ্জিন মডেল ও একটি ডিজেল ইঞ্জিন মডেল আনা হবে। সনেটে থাকবে একাধিক সেগমেন্ট-ফার্স্ট ফিচার্স।