এবার বিচার প্রক্রিয়া হবে ভার্চুয়ালে

ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত দেশ। এবার করোনা দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের থাবা বসাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের অন্তত ৫০ শতাংশ কর্মী পজিটিভ হয়ে গিয়েছেন। তৈরি হয়েছে আতঙ্ক। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে বিচার প্রক্রিয়া চলবে ভার্চুয়াল মাধ্যমে। বাড়ি থেকেই শুনানি সামলাবেন বিচারকরা। এমনকী নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক পরেই সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের মামলাগুলির শুনানি শুরু হবে।