করোনা আবহ, লকডাউন তার মধ্যে সব কিছুর মূল্যবৃদ্দি। মাথায় হাত মধ্যবিত্তের। সমস্যায় পড়তে চলেছে মধ্যবিত্তেরা। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে পেট্রল-ডিজেটেলর দাম। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। এবার থেকে অনলাইনে ভাড়া করা ক্যাবে উঠলে খরচ হবে আরও বেশি গ্যাঁটের কড়ি। করোনা আবহে প্রতি কিলোমিটারে ১০ টাকার পরিবর্তে এবার থেকে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্যের জন্যই ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫ শতাংশ ভাড়া বাড়ল অ্যাপ ক্যাবের। করোনা আবহে অবশেষে ১ জুলাই থেকে গণ পরিবহণে অনুমতি দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে বাস।
মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান-সহ ১১টি রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রলের দাম। কলকাতাতেও একলিটার পেট্রলমূল্য ছাড়িয়েছে ৯৮-এর গণ্ডি। এমন পরিস্থিতিতে ভাড়া বাড়িয়েই লাভের মুখ দেখতে চাইছে অ্যাব ক্যাব সংস্থাগুলি।