এবার আরও বড় সংখ্যায় ভাঙ্গন বিজেপিতে

একুশে বিধানসভার আগের চিত্রই বজায় রয়েছে এখনো। চলছে ভাঙ্গা গড়ার খেলা। একই রকম ভাবে বজায় রয়েছে দল বদলের পর্ব। বাংলার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর আবারও একের পর এক শুরু হয়েছে দল বদলের পালা। কিন্তু এবার একজন দুজন নয়, অন্তত ১৫ হাজার বিজেপি সমর্থক মুখিয়ে আছেন ত্রিপুরায় তৃণমূলে যোগ দিতে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য কমিটির সভাপতি আশিস লাল সিং। গোটা দেশেই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছেন।

আশিসবাবুর দাবি, করোনার কারণে গণ যোগদান আয়োজন করা যাচ্ছে না। যদি ভোটারের হিসেবে বিচার করি তাহলে অন্তত ৫০ হাজার লোক বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমরা আশা করছি জুলাই মাসের মাঝামাঝি এই যোগদান সেরে ফেলতে পারব আমরা। করোনা বিপর্যয় থামলেই খেলা শুরু হবে যোগদান। ইতিমধ্যেই ত্রিপুরা বিজেপির অন্দরের বেশ কয়েকজন বিধায়ক বেসুরে বাজে শুরু করেছেন।