নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। দেশ প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হচ্ছে করোনা সংক্রামনে আবার বহু মানুষ প্রাণ হারাচ্ছেন করোনা সংক্রামনে। গভীরতম সংকটে গোটা দেশ। একে করোনায় রক্ষা নেই তার উপর দোসর ঘূর্ণিঝড়। আগামী ১৪ থেকে ১৬ মে’র মধ্যে দক্ষিণ ভারতে আছড়ে পড়তে চলেছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকত’। সরকারি ভাবে জারী হয়েছে উপকূলে কড়া সতর্কবার্তা। মরসুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। আগামী রবিবার পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
যার জেরে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আসতে আসতে দক্ষিণ-পশ্চিমের দিকে সরতে থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলে। এটি ২০২১ সালের ভারতীয় উপকূলের প্রথম ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, ১৬ মে ‘র পর তাইকতের গতিপথ পরিবর্তন হবে এবং এটি দক্ষিণ পাকিস্তানে প্রবেশ করতে পারে।