করোনায় দেশের অর্থনীতির ক্ষতির খতিয়ান কিছুটা হলেও পাওয়া যাবে এবারের বাজেট ২০২১-এ। রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক রূপরেখা তৈরি করতে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার কোভিডের কারণে এবারের বাজেট ‘পেপারলেস’ হবে। করোনা আবহের পর এই প্রথম বাজেট পেশ দেশে। কোন দিকে কতটা ব্যয়, কর ছাড় থেকে একগুচ্ছ আশা নিয়ে এই বাজেটে লক্ষ্য রাখছে দেশের মহল।