এ বার মেট্রোর ধাঁচে ই-পাস হতে পারে প্রতিমা দর্শনেও

দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলাতে কলকাতা মেট্রোর ই-পাস ব্যবস্থা আদর্শ মডেল হতে পারে বলে মনে করছেন শহরের পুজোকর্তাদের একাংশ। সবচেয়ে বেশি ভিড় হয় এমন ৪০টি পুজোর মণ্ডপে মেট্রোর মতো ই-পাস ব্যবস্থা চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিতে চলেছে ফোরাম।

২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শহরের পুজোর ব্যবস্থা নিয়ে আলোচনায় বসবেন ফোরাম ফর দুর্গোৎসবের সদস্যরা। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মুখ্যমন্ত্রী নেবেন। আমরা ২৫ তারিখ ই-পাসের প্রস্তাব করব।’ ফোরাম চাইছে, দিনের একটি নির্দিষ্ট সময় জনসমাগম না হয়ে সারাদিন ধরে দর্শনার্থী আসতে থাকুন।