উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠক্রম নিয়ে

অভিভাবকদের চিন্তা বেড়েছে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠক্রম নিয়ে। শুধু উচ্চমাধ্যমিকই নয়, এর সঙ্গে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। ফলে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা একেবারেই স্কুলে ক্লাস করতে পারেনি।

রাজ্য পাঠক্রম ও পাঠ্যসূচী থেকে ইতিমধ্যেই সিলেবাস কমা করা হয়েছে কিন্তু তা এখনও পর্যন্ত পড়ুয়াদের কাছে পৌঁছয়নি। তবে করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ চালু করার ক্ষেত্রেও বাড়ছে উদ্বেগ। তবে ক’দিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে ডিসেম্বরেই রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ খুলছে।