ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য নজিরবিহীন ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য নজিরবিহীন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার খোদ মুখ্যমন্ত্রীর দফতরেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২০০ পড়ুয়াকে বাছাই করে নেওয়া হবে। পড়ুয়াদের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্য সরকার নতুন-নতুন পরিকল্পনা করছে।

পড়ুয়াদের উৎসাহ দিতে ও তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ‘‘প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত ২০০ জন পড়ুয়াকে বাছাই করে নেওয়া হবে। সিএমও-তে কাজ করার জন্য নেওয়া হবে। পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে।’’