আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা এলাকা পাঁচ দিনের সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হলো।খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত লকডাউন জারি থাকছে। এই লকডাউন সরকারি, বেসরকারি সকল বাসের সাথে অন্যান্য দোকান পাট বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার দোকান খোলা থাকবে।
এই বিষয়ে খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতির সদস্য দীপঙ্কর রায় বলেন ” যদিও খোয়ারডাঙ্গা এলাকায় কোনো করোনা আক্রান্তের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাও আগাম সতর্কতা হিসেবে খোয়ারডাঙ্গা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ব্যাবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই লকডাউন। এই পরিস্থিতিতে সকলে সুস্থ থাকবেন এই আশা করি। “
যদিও এলাকায় কোনো আক্রান্ত এখনো অব্দি নেই, তাও বর্তমান পরিস্থিতির বিচারে খুব খারাপ পরিস্থিতি এলাকায় যাতে না হয় তাই এই উদ্যোগ। সকলের বাড়িতে থাকবেন এবং এই লকডাউন মেনে চলার অনুরোধ করেছেন খোয়ারডাঙ্গা ব্যাবসায়ী কল্যাণ সমিতি।