রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকাতে যুক্ত হল আরও একটা দিন। এবার রঘুনাথ মুর্মুর জন্মদিনেও রাজ্যে থাকবে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের কথা ভেবে ও পন্ডিতকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, ১৯০৫ সালের ৫ মে জন্মেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। সাঁওতালিভাষাকে লিপিবদ্ধ করার জন্য অলচিকি লিপির প্রণয়ন করেছিলেন রঘুনাথ মুর্মু। আদিবাসী সমাজ, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে তাঁর জনপ্রিয়তা রয়ছে। এই সিদ্ধান্তে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এর আগে পঞ্চানন বর্মা, বীরসা মুন্ডা, হরিচাঁদ গুরুচাদের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।