ভারতের গ্রামীণ এলাকায় কর্মরত স্বতন্ত্র মাইক্রোফিন প্রাইভেট লিমিটেড হল একটি পরবর্তী-প্রজন্মমুখী প্রযুক্তি-চালিত মাইক্রোফিনান্স কোম্পানি, যা শুধু মাইক্রো ক্রেডিট প্রদান করে তা-ই নয়, প্রদান করে একগুচ্ছ আর্থিক পরিষেবা – ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, পার্সোনাল অ্যাক্সিডেন্ট ও হোম ইন্স্যুরেন্স। প্রদত্ত সুবিধাগুলির সংহত তালিকা তৈরি হয়েছে গ্রামীণ গ্রাহকদের প্রয়োজনের ভিত্তিতে। পশ্চিমবঙ্গ ও ওড়িশার সমুদ্রতটবর্তী অঞ্চলগুলিতে সাইক্লোন ‘আমফান’ জনিত কারণে উদ্ভূত সাম্প্রতিক বিপর্যয়ে স্বতন্ত্র মাইক্রোফিন-এর হোম ইন্স্যুরেন্স (স্ট্যান্ডার্ড ফায়ার স্পেশাল পেরিল পলিসি) ‘ঈশ্বরের ইচ্ছা’জনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা প্রমাণ করেছে।
পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশকিছু সমূদ্রতীরবর্তী জেলা এখনও সাইক্লোন-পরবর্তী পরিস্থিতির শিকার হয়ে রয়েছে। হোম ইন্স্যুরেন্স-এর অধীনে গ্রাহকদের বাড়িঘর বীমাকৃত থাকে আগুন, বজ্রপাত, ঝড়, ইমপ্লোশন, এক্সপ্লোশন, ফ্ল্যাশ ফ্লাড ইত্যাদি কারণে ক্ষতির মোকাবিলায়, যার দ্বারা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের গৃহ পুণঃনির্মাণের জন্য অতিপ্রয়োজনীয় সাহায্য করা হয়। আমাদের প্রদত্ত সুবিধাসমূহের কারণে ২০০০-এরও অধিক পরিবার তাদের প্রায় ২ কোটি টাকার ক্লেইম পেয়ে উপকৃত হয়েছে। এই ক্লেইম-কৃত অর্থরাশি গ্রাহকদের সাহায্য করবে তাদের বাড়িঘর পুণঃনির্মাণ করতে এবং সুযোগ দেবে আবার নিজেদের জীবনকে গুছিয়ে নিতে।