আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

করোনার দাপট এখনও নির্মূল হয়নি এর মধ্যেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে একাধিক রাজ্যে। হিমাচল, রাজস্থানে এইচ৫এন৮ এবং কেরালায় এইচ৫এন১, এই দু’ধরনের ভ্যারিয়্যান্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। কেন্দ্র মনে করছে, পরিযায়ী পাখির মাধ্যমেই বার্ড ফ্লুর ভাইরাস বিভিন্ন রাজ্যের স্থানীয় পাখি, পোলট্রিতে ছড়িয়েছে।

তাই বার্ড ফ্লু’র সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে পোলট্রির মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। পরিস্থিতি সামলাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে দিল্লিতে। সংক্রামিত এলাকাকে জীবাণুনাশক নিয়ে সাফ করতে হবে। মৃত পাখির দেহ ঠিক ভাবে পুঁততে হবে। নজরদারি আরও বাড়াতে হবে।