বাঁধ তৈরির আট মাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডার বাঁধ। জানা গেছে কাজ গতবছরই মাটিকুন্ডার দোলনচাঁপা নদীর পাশে শ্মশানঘাটে বোল্ডার বাঁধ দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বাঁধ তৈরির আটমাস যেতে না যেতেই বোল্ডার বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ ভাঙ্গাকে কেন্দ্র করে এলাকার মানুষ ঠিকাদারি সংস্থাকে দায়ী করেছে।তাদের অভিযোগ ইসলামপুরের এক ঠিকাদার সংস্থায় কাজের বরাত পায়। কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সির উন্নয়ন তহবিল থেকে 6 লক্ষ 50 হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই শ্মশান ঘাট। জনগণের অভিযোগ খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই শ্মশান ঘাটের চুল্লি এবং মৃতদেহ রাখার ঘর সহ শ্মশান চত্বর নির্মাণ এবং পরবর্তীতে গত বর্ষার আগে পোল্ডার বাইন্ডিং এর কাজ করা হয় ।নিম্নমানের কাজ করার ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। তাদের দাবি এত তাড়াতাড়ি নির্মাণকার্য ভেঙে পড়ার ফলে শশান ঘাটে শব দাহ করার সমস্যা তৈরি হয়েছে। অবিলম্বে নির্মাণকারী সংস্থা কে এই শ্মশানের কাজ ভালোভাবে করে দিতে হবে এমনটাই দাবি তুলেছেন তারা।