ভোটের দামামা বেজে গেছে , এবার ভোটে যে জমদার খেলা হবে টা ধরে নিয়েই তৈরি রবি বাবুও।পুরনো প্রথা মেনে আঁটিয়া কলা , দই চিড়া , মুড়ি খেয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।মঙ্গলবার সেই চিরাচরিত অভ্যাসে নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি ১ নম্বর অঞ্চলের পানিশালা এলাকায় দেখা গেল তাকে। সকালের প্রাতরাশ সাড়ছেন তিনি। রয়েছে আটিয়া কলা, চিড়া দই। অন্যতম পছন্দের খাবার রবীন্দ্রনাথ ঘোষের।
তিনি বলেন, নির্বাচনী প্রচার চলবে দিনরাত এক করে। মানুষের কাছে পৌঁছোতে হবে, তাই শরীরের খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ।শরীরের খেয়াল রাখার জন্যই পুরনো ছন্দে ফিরে আসার চেষ্টা করছি। সকাল হলেই খাদ্য সারাদিন শরীর-মন চাঙ্গা রাখবে। শুধু নিজে নয় জেলায় প্রচারে থাকা সমস্ত নেতাকর্মীদের এই ধরনের খাবার খাওয়ার টোটকা দিলেন তিনি। এদিন এলাকায় ছোট্ট খুলি বৈঠকের মাধ্যমে শুরু হলো তার প্রচার। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই রবীন্দ্রনাথ ঘোষের এই তৎপরতায় খুশি দলের নিচু তলার কর্মীরা।