অ্যামওয়ে ইন্ডিয়ার প্রচেষ্টা

দেশের গিগ ইকোনমি ইকোসিস্টেমকে মজবুত করতে অ্যামওয়ে ইন্ডিয়া উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। গ্লোবাল মেগা-ট্রেন্ড হিসেবে গিগ ইকোনমির উত্থান চিহ্নিত করেছে অ্যামওয়ে ইন্ডিয়া। এর সঙ্গে সমতা রেখে ও ভারতীয় অর্থব্যবস্থার পুণরুদ্ধারের প্রচেষ্টার প্রতি সহায়তা হিসেবে অ্যামওয়ে ইন্ডিয়া তার ডাইরেক্ট রিটেলার/সেলারদের বৃদ্ধির প্রতি নজর নিবদ্ধ করেছে ও তাদের লাভদায়ক সাফল্যের জন্য ব্যবসার নতুন উৎস সৃষ্টি করছে। বর্তমানে এফএমসিজি ইন্ডাস্ট্রি দেশের অন্যতম আশাপ্রদ সেক্টর এবং সেখানে মাইক্রো-এন্টারপ্রিনারদের উত্থান দেখা যাচ্ছে। এই দিকগুলি বিবেচনা করে অ্যামওয়ে সুনাম, গুণমানসম্পন্ন প্রোডাক্ট ও সার্ভিস প্রদানের দিকে নজর দিচ্ছে, যার প্রতি মানুষ আস্থা রাখতে পারবে। লক্ষ্য করা গিয়েছে, কেনাকাটায় গ্রাহকদের প্রবণতায় বর্তমানে সুস্থতা গুরুত্ব পাচ্ছে। অ্যামওয়ের নিউট্রালাইট ট্রাডিসনাল হার্বস রেঞ্জ, প্রিমিয়াম কুকওয়ের এবং হোম ও কার এয়ার পিউরিফায়ার প্রোডাক্ট-সহ নতুন ক্যাটাগরির পণ্যের প্রতি গ্রাহকদের আগ্রহ-বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। 

স্কিল ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে অ্যামওয়ে ইন্ডিয়া গুরুত্বের সঙ্গে ডিজিটাল-ফার্স্ট নীতি গ্রহণ করেছে তার ডাইরেক্ট সেলারদের ব্যবসা-বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের আরও নিকটে পৌঁছানর জন্য। লকডাউনের গোড়া থেকে এযাবৎ অ্যামওয়ে ৬ হাজারেরও বেশি ট্রেনিং প্রোগ্রাম সংগঠিত করার মাধ্যমে ৯ লক্ষেরও বেশি ডাইরেক্ট সেলারকে যুক্ত করেছে।