পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার চলাকালীন একের পর এক নেতা-মন্ত্রীরা করোনা আক্রান্ত হয়েছেন। এবার মারণ করোনায় আক্রান্ত হলেন বিধায়ক তথা বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুধু এই নেতাই নন, করোনায় আক্রান্ত তাঁর স্ত্রীও। গত কয়েকদিন ধরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। বিগত কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। আপাতত নিজের বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন মুকুল রায়। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন পর ভোটে লড়েছেন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে হারিয়ে কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।