আসামের শ্রমকল্যাণ দফতরের পক্ষে অসংগঠিত শ্রমিক ও চাবাগান শ্রমিকদের জন্য আধার নথিভুক্তির কাজ শুরু করেছে অলঙ্কিত লিমিটেড। এর দ্বারা সরকারের বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন শ্রমিকরা। এই প্রকল্পের জন্য আসাম সরকারের অন্যতম প্রধান সহযোগী অলঙ্কিত। তারা এই প্রকল্পের আওতায় ইউআইডিএআই সিস্টেমে সিকিয়োর ডেটা কানেক্টিভিটি-সহ এক্সক্লুসিভ ডেটা কোয়ালিটি অডিট সেন্টার স্থাপন করেছে এবং নিজস্ব কর্মীবাহিনীকে নিয়োজিত করেছে অডিট সার্ভিসের জন্য।
আসাম সরকারের ডেপুটি লেবার কমিশনার ইশানু শাহ্ বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের কাজে নাগরিকদের আধার এনরোলমেন্ট খুবই গুরুত্ত্বপূর্ণ। আধার নথিভুক্তির ফলে অসংগঠিত শ্রমিকরা প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন স্কিম ও এনপিএস-এর মতো প্রকল্পের আওতায় আসতে পারবেন। বিভিন্ন ‘গভর্নমেন্ট টু সিটিজেন’ পরিষেবা বাস্তবায়নের কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা রয়েছে অলঙ্কিতের। অলঙ্কিত লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিত আগরওয়াল জানান, আসামের শ্রমকল্যাণ দফতরের সহযোগী হয়ে আধার এনরোলমেন্টের কাজ শুরু করতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে প্রমাণিত হল সাধারণ নাগরিকদের স্বার্থে তারা সরকারের বিভিন্ন ই-গভর্ন্যান্স প্রকল্পের প্রতি কতটা দায়বদ্ধ।