অরাজনৈতিক জেলা ছাত্রসংগঠন তৈরি হল জলপাইগুড়িতে

জেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন তৈরি করল কিছু ছাত্র। এদিন জলপাইগুড়ি জেলাজুড়ে এই অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়। আজ জলপাইগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই সংগঠনের সদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে। স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এর মাধ্যমে এই সংস্থার উদ্বোধন হবে ১০১ টি ঢাক এর মাধ্যমে এবং একটি বুক ব্যাংক এর উদ্বোধন হবেসদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে।এছাড়াও জিলার সবচেয়ে বড়ো ৩১ ফিটের একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যা জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ পুজো হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে অঙ্কিত ঘোষ মৌপ্রিয়া সরকার রুপসা দত্ত।এছাড়াও এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন জলপাইগুড়ি জেলার কৃতি ছাত্র গ্রন্থন সেনগুপ্ত সুপ্রিয় চন্দ এবং প্রীতম ঘোষ। সংস্থার সম্পাদিকা রুপসা দত্ত সকলের কাছে সকল শিক্ষার্থী মানুষকে এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানান