রাতারাতি সরকারি অঙ্গনওয়াড়ির শৌচাগার ভেঙে জমি দখলের অভিযোগ উঠল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। জানা গেছে রাতের অন্ধকারে সরকারি জমি দখল করতেই এভাবেই জেসিবি মেশিন চালিয়ে স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে রবিবার রাতেই তুমুল শোরগোল পড়ে যায় পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ঝিমুলি গ্রামে। ক্ষিপ্ত গ্রামবাসীরা মাটি কাটার জেসিবি মেশিন আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে ওই জেসিপি মেশিনের চালক এলাকা থেকে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ
সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র ব্লক প্রশাসনের কাছে জমা দিয়েছেন। এই পরিস্থিতির কথা জানতে পেরে ওই গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে আসেন পুরাতন মালদা ব্লক প্রশাসনের কর্তারা। কি কারনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, তা নিয়ে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন সংশ্লিষ্ট ব্লকের সিডিপিও চিত্রা সরকার।
এদিকে ব্লক প্রশাসনকে অভিযোগে স্থানীয় ঝিমুলি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, গত ১৫ বছর ধরে এই এলাকায় একটিমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে । আদিবাসী অধ্যুষিত গ্রামের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেই শিশু এবং প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়ে থাকে। পাশাপাশি শিক্ষাদানের ব্যবস্থা করা করা হয়ে থাকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন কর্মী এবং ৮৬ জন শিশু ও প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু রবিবার রাতে এলাকারই কিছু জমি মাফিয়াদের দল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা শৌচাগার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।