ZFunds নিয়ে এল থ্রি-সেকেন্ড সিপ সেটআপ

ZFunds একটি গুরুগ্রাম-ভিত্তিক ওয়েলথটেক কোম্পানি মিউচুয়াল ফান্ড বিনিয়োগের মার্কেটে বিপ্লব আনতে চলেছে। পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার (এসআইপিএস) জন্য তারা ইউপিআই অটোপে-র সুবিধা লঞ্চ করেছে। এই উদ্ভাবনী সমাধান গ্রাহকদের ইউপিআই পিন ব্যবহার করে মাত্র তিন সেকেন্ডের মধ্যে এসআইপি সেট আপ করতে দেবে, সঙ্গে কাগজপত্র, ডেবিট কার্ডের বিশদ বা নেট ব্যাঙ্কিংয়ের প্রয়োজনও হয় না।

ফেব্রুয়ারি মাসে এই সুবিধা চালু হয়। তারপর ক্লায়েন্ট এসআইপি সেটআপের জন্য তাদের পছন্দের পদ্ধতি হিসাবে প্রায় ৭০% অংশীদার জেড ফান্ডস গ্রহণ করেছে। বর্তমানে মাসিক এসআইপি-এর জন্য উপলব্ধ, কোম্পানিটি ভবিষ্যতে দৈনিক এসআইপি-তেও এই সুবিধা নিয়ে আসবে।  নেট ব্যাঙ্কিং এবং অটো ডেবিট ব্যবহারে কিছু অসুবিধা রয়েছে। কারণ, ব্যবহারকারীরা সাধারণত ডেবিট কার্ড নম্বর, নেট ব্যাঙ্কিং লগইন আইডি এবং পাসওয়ার্ড ইত্যাদি মনে রাখে না। এতে এসআইপি ড্রপআউটের সম্ভাবনা বাড়ে।

ZFunds   -এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মনীষ কোঠারি বলেন, “ইউপিআই অটোপে-র সঙ্গে আমরা বিনিয়োগ সমস্যার সমাধান করতে পারি। এক্ষেত্রে এসআইপি সেটআপ করতে মাত্র তিন সেকেন্ড সময় লাগবে। একই অথেনটিকেশন নম্বর ব্যবহারের ফলে সহজে এসআইপিগুলি হারিয়েও যাবে না।”