আবার বেশ খানিকটা স্বস্তির পর্যায় পড়লো দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যু একেবারে শূন্যের কাছে চলে গিয়েছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৬১ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৩২ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ১৪ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১৫ হাজার ২৫৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ১৭৮ জনের।
অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৬৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯২ হাজার ২৬৭ জন। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে যাতে করোনার অতিরিক্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে এখনই যে পুরোপুরি অসতর্ক হওয়া যাবে না সেটাও মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এরই মাঝে দেশের আজকের কোভিড পরিসংখ্যান বলেছে সংক্রমণ ৭ হাজারের নীচে।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৮০ জনের। পরিসংখ্যান বলছে, এই মুহূর্ত পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। পাশাপাশি মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৪ হাজার ০২৩ জন। এই মুহূর্তে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ২৪ হাজার ৫৫০ জন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬ হাজার ৮৬৪ জন। এখনও পর্যন্ত দেশের মোট টিকাকরণ হয়েছে ১৭৭ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৯১৪ ডোজ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ১৮ লক্ষ ২২ হাজার ৫১৩ ডোজ।