জানেন কি? খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী’ও ভয় পেয়ে চলেন তাঁর স্ত্রীকে

অনেকে ভাবেন বিবাহিত জীবন সুখের হয়। কিন্তু বিয়ের পর আসল স্বাধীনতাটাই চলে যায়! এর অভিজ্ঞতা বিবাহিত পুরুষেরা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারেন না। কারন এক অজানা ভয় চেপে বসে তাদের মাথায়। অতীতে মহারাজ থেকে রাজা বা জমিদারেরা সবাই একটু না একটু ভয় পেয়ে চলতেন তাঁদের স্ত্রীদের। সেই ধারাও এখনও অব্যাহত রয়েছে। উদাহরণস্বরূপ বলা চলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম। দেশের মানুষের স্বার্থে নিজের জন্য সময় বার করাই যেন অসম্ভব। তবে প্রায় ১৩ বছর পর অসম্ভবই হয়ে উঠল সম্ভব। স্পেশ্যাল স্ক্রিনিংয়ে স্ত্রী সোনালের সঙ্গে অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ দেখলেন অমিত শাহ। সঙ্গে ছিলেন ছেলে জয় শাহ। ছবি দেখার পর অক্ষয় কুমারের প্রশংসা করেন অমিত শাহ। এই ছবির মাধ্যমে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে বলেই জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোটা ‘সম্রাট পৃথ্বীরাজ’ টিম দারুণ কাজ করেছে। অমিত শাহ যখন ‘সম্রাট পৃথ্বীরাজ’ টিমের প্রশংসা করছেন, তখন দূরেই দাঁড়িয়ে ছিলেন তাঁর স্ত্রী সোনাল। মন দিয়ে স্বামীর কথা শুনছিলেন তিনি। তারপর আচমকাই অমিত শাহ স্ত্রীর উদ্দেশে বলেন, “চলিয়ে হুকুম।” একথা শুনে মুচকি হাসেন সোনাল। দর্শকের আসন থেকেও ওঠে হাসির রোল। এরপর ছেলে জয়ই সোনালকে অমিত শাহের কাছে নিয়ে যান।