বছর ঘুরতে চললেও এখনো মেলেনি তরুণী চিকিৎসকের মৃত্যুর ডেথ সার্টিফিকেট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গিয়েছে ৭ মাস। তবে এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।

এই শংসাপত্র পেতে এক অফিস থেকে আরেক অফিস ছুটে বেড়াতে হচ্ছে তাঁদের। এই নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলোত্তমার পরিবারকে যাতে আর হয়রানির শিকার না হতে হয়, সেই জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও কলকাতার মেয়রকে বলেছেন তিনি।

পানিহাটি পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই আরজি কর নির্যাতিতার সৎকারের শংসাপত্র ইস্যু করা হয়েছে। তবে তিলোত্তমার মা-বাবার অভিযোগ এখনও অবধি মেয়ের ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা। নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই নিয়ে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা।