বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। কলকাতা হোক কিংবা জেলা, হাসপাতালগুলিতে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা। তবে এতে শুধু বাচ্চারাই আক্রান্ত হচ্ছে তাই নয়, বয়স্করাও রেহাই পাচ্ছে না। এই অবস্থায় একাধিক সতর্কবার্তা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
রাজ্যর প্রায় সব হাসপাতালগুলির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রাখতে হবে। রাত ১২টা থেকে পরের দিন রাত ১২টার হিসেবে প্রতিদিনের রিপোর্ট করতে হবে। আর নির্দিষ্ট স্বাস্থ্যকর্তার হোয়াটসঅ্যাপ নম্বরে এবং ইমেলে পাঠাতে হবে সেই নথি। পাশাপাশি রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাদের পরামর্শ, ৩ থেকে ৫ দিন টানা জ্বর থাকলে শিশুদের হাসপাতালে ভর্তি করতে হবে, রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলেও সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে।
চিকিৎসকরা বলছেন, বাড়ির প্রাপ্ত বয়স্ক কোনও সদস্যের জ্বর-সর্দি-কাশি ও গলাব্যথা হলে বাচ্চাদের তাঁদের থেকে দূরে রাখতে হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়ানোর দিকে এখন থেকেই নজর দিতে হবে। প্রতি দিন অবশ্যই পাতে রাখতে হবে তেতো, প্রোটিন, রসুন, কাঁচা হলুদ। আর বেশি বেশি করে জল খেতে হবে সকলকেই। জানা গিয়েছে, চিন্তা শুধু অ্যাডিনোভাইরাস নিয়ে নয়।