পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশ্বে প্রথমবার কার্বন ক্রেডিট কার্ড

পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে প্রথমবার ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করার উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ ও প্রকৃতির কথা চিন্তা করেই এই অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। এই বিশেষ উদ্যোগের ফলে দেশবাসী উপকৃত হবেন এমনটাই জানানো হয়েছে রাজ্যের পরিবেশ দফতরের পক্ষ থেকে । পরিবেশ দফতরের সচিব অভিনব চন্দ্র কলকাতায় জলবায়ু সংক্রান্ত ‘গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রাম’ নামে একটি ওয়ার্কশপে এই কার্বন ক্রেডিট সম্পর্কে বিশদে জানান দিয়েছেন। তার কথায়, পরিবেশের সুরক্ষাই প্রধান উদ্দেশ্যে ‘গ্রিন কার্বন ক্রেডিট কার্ড’ চালুর নেপথ্যে । ফলত সেকারণেই পশ্চিমবঙ্গের পরিবেশ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিন প্রধান সচিব বলেন, যারা পরিবেশের সেবামূলক কাজের সঙ্গে প্রত্যেক্ষভাবে যুক্ত মূলত তাঁদেরকে পুরস্কৃত এবং উৎসাহিত করার জন্যই রাজ্যের পরিবেশ দফতর এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করতে চলছে। তিনি আরো বলেন, নিজস্ব গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল ব্যবহার, বাজি না পোড়ানো প্লাস্টিক ব্যাগের ব্যবহার এড়ানোর মত কাজে উৎসাহ বাড়াতেই এই গ্রিন ক্রেডিট কার্ডের পরিকল্পনা। যার ফলে পরিবেশ কাজে আগ্রহ বাড়বে অনেকের। তবে এখন অনেকেরই সংশয় থাকতে পারে ‘কার্বন ক্রেডিট কার্ড’ এর সম্পর্কে। কী এই ‘কার্বন ক্রেডিট কার্ড’ ?

শিল্প কর্মকান্ডের কারণে বিশ্ব উষ্ণায়ন থেকে রেহাই দিতেই এই পদক্ষেপ। পরিবেশ বাঁচাতেই এই কার্বন ক্রেডিট কার্ড চালু করা হবে। প্রশ্ন উঠছে কারা এই বিশেষ কার্ড এর সুবিধা ভোগ করতে পারবে ? রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র জানিয়েছেন, প্রাথমিকভাবে স্কুলের ইকো ক্লাবের সদস্য পড়ুয়াদের গ্রিন ক্রেডিট কার্ড দেওয়া হবে। এই কার্ডের ক্রেডিট পরেও পাওয়া যাবে, ‘বড় শপিং অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন প্রাইভেট সেক্টর পার্টনার’দের মাধ্যমে। প্রতিটি ইকো ক্লাবকে সদস্যদের কার্বন ক্রেডিট রেকর্ড করার দায়িত্ব দেওয়া হবে। জানা গেছে যে এই কার্ড শীঘ্রই সকলের জন্য চালু করা হবে।