জলপাইগুড়িতে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

জলপাইগুড়িতে পালন করা হল বিশ্ব জলাতঙ্ক দিবস। এদিন সদর ব্লক অফিসে, ব্লক Animal হেল্প সেন্টারে গৃহ পালিত কুকুর ও বিড়াল, এবং পথ কুকুরদের জলাতঙ্ক টিকা করন করা ছাড়াও জলাতঙ্কের বিষয়ে সচেতনতা প্রচারের মধ্যে দিয়ে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়।
এদিন কুকুর এবং বিড়াল মিলিয়ে মোট ৫০টি টিকা দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়েছিল।
প্রানী বিকাশ সম্পদ বিভাগের জলপাইগুড়ি সদর ব্লকের লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডা: সৌভিক বারুই বলেন, কেবল টিকা দেওয়াই নয়, কুকুরের যারা মালিক এসেছিলেন তাদের জলাতঙ্কের বিষয়ে সচেতন করা ছাড়াও লিফলেট দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুর ও বিড়াল কামড়ালে উত্তেজিৎ না হয়ে কি করা উচিৎ সেই বিষয়ে সাধারন মানরাকে জানানো হয়েছে।