বিশ্ব কিডনি দিবস: আইএসএন ও অ্যাস্ট্রাজেনেকা’র উদ্যোগ

এবছরের বিশ্ব কিডনি দিবসে নেফ্রোলজিস্টদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন) ও বিজ্ঞান-ভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এক দীর্ঘমেয়াদী পার্টনারশিপ শুরু করল। এর উদ্দেশ্য, সাধারন মানুষের মধ্যে কিডনির যত্ন, দ্রুত রোগনির্ণয় ও চিকিৎসার ব্যাপারে সচেতনতা গড়ে তোলা।

এবছর বিশ্ব কিডনি দিবসের থিম ‘সকলের জন্য সুস্থ কিডনি’ (কিডনি হেলথ ফর অল)। এর আওতায় আইএসএন ও অ্যাস্ট্রাজেনেকা কিডনির সুস্থতা নিশ্চিত করার ব্যাপারে সাধারন মানুষের মধ্যে ব্যাপকহারে সচেতনতা সৃষ্টি করার দিকে নজর নিবদ্ধ রাখবে। দেশের বিভিন্ন স্থানে এই ক্যাম্পেন মাসাধিককাল ধরে পরিচালিত হবে ২০০০-এরও বেশি চিকিৎসকের ক্লিনিকে।

চিকিৎসা পরিকাঠামো থেকে কিডনি রোগের চাপ হ্রাস করার লক্ষ্যে এই পার্টনারশিপের আওতায় দেশের ৩০ জন শীর্ষস্থানীয় নেফ্রোলজিস্টের দ্বারা প্রায় ১০০০ জন ‘প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান’দের জন্য সার্টিফিকেট প্রোগ্রাম পরিচালিত হবে। দ্রুত রোগনির্ণয়, সচেতনতা ও রোগ নিয়ন্ত্রণের কৌশলের ব্যাপারে শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হবে। এসবের সঙ্গে থাকবে সোস্যাল মিডিয়াতে উপস্থিতি – বিশিষ্ট নেফ্রোলজিস্টগণ পরিচালিত ফেসবুক লাইভ অ্যাওয়ারনেস সেশনের মাধ্যমে। এই সেশন সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন – ১৪ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত।