ব্লক প্রশাসনিক অফিসে বিক্ষোভে সামিল হলেন বালি পাথর উত্তোলনের সাথে যুক্ত কর্মী সদস্যরা

চরম আর্থিক সংকটে ভুগছেন বালি পাথর উত্তোলনের সাথে যুক্ত পরিবারের সদস্যরা। সরকারি নির্দেশিকায় বালাসন নদী থেকে নতুন করে বালি পাথর তোলার উপর নিষেধাজ্ঞা রয়েছে, আর তাতেই চরম বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা।

খাবো কি? কিভাবে চলবে সংসার? কোন দিকে ভবিষ্যৎ?  এমনই প্রশ্ন তুলে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লক প্রশাসনিক অফিসে বিক্ষোভে সামিল হলেন বালি পাথর উত্তোলনের সাথে যুক্ত কর্মী ও তাদের পরিবারের সদস্যরা।  এদিন ব্লক দপ্তরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভে সামিল হয়ে অবিলম্বে বালসন নদী থেকে বালি পাথর তোলার অনুমতির দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।  পরিস্থিতি সামলাতে ঘটনায় মোতায়েন হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়ার পুলিশ বাহিনী। পরে অবশ্য প্রশাসনের সহযোগিতাতে কয়েকজন বিক্ষোভকারী সদস্যরা তাদের দাবিপত্র ব্লক প্রশাসনের কাছে তুলে ধরেন। পাশাপাশি আগামীকাল প্রশাসন এ বিষয়ে যদি কোন পদক্ষেপ গ্রহণ না করে, তবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয় বিক্ষোভকারীরা।