বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশনের কর্ম বিরতি

বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সোমবার শিলিগুড়ি আদালতে একদিন ব্যাপী কর্মবিরতি বিক্ষোভে সামিল হলো পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশনের সদস্যারা। এসোসিয়েশনের সদস্যদের অভিযোগ বেশ কয়েক মাসের তাদের মহার্ঘ্য ভাতা বকেয়া পড়ে রয়েছে, তবে এই বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এর আগেও বেশ কয়েকবার তারা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, তবে তাতেও কোনো রকম কর্ণপাত করা হয়নি। তাই বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি এদিন শিলিগুড়ি আদালতের কর্মীরাও একদিনের কর্মবিরতি বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি দ্রুত তাদের বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান করা হোক। যদি বকেয়া মহার্ঘ্য ভাতা দ্রুত প্রদান না করা হয় তাহলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে। তবে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশনের কর্মীদের হটাৎ এই কর্ম বিরতির ফলে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে কোর্টে আসা সাধারণ মানুষদের।