দ্রুত গতিতে এগোচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের কাজ

পূর্বের পরিকল্পনা মতোই শুরু হয়েছে কাজ। আগামী এক বছরের মধ্যে শেষ হবে এই কাজ, চলছে দ্রুতগতিতে। পূর্বের নির্ধারিত পরিকল্পনা মতোই শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর নতুন প্রাসাদোপম বাসভবন তৈরির কাজ। যার নাম সেন্ট্রাল ভিস্তা। এই সেন্ট্রাল ভিস্তার মধ্যে সবার আগে উপরাষ্ট্রপতির বাসভবন ও নতুন সংসদ ভবন তৈরির কাজ শেষ হবে। আর সবার শেষে সম্পূর্ণ হবে জাতীয় মিউজিয়াম স্থানান্তরিত করার প্রক্রিয়া। এর মধ্যে সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের ক্ষেত্রে কোনও কর্মী স্থানান্তরিত করার প্রয়োজন হবে না। এটির কাজই সবার আগে শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরেই এর কাজ সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হবে রফি মার্গের একটি অংশে। সেথানে বর্তমানে কর্মীদের কোয়ার্টার, ব্যারাক রয়েছে। এরপরেই সেটিতে কাজ শুরু হবে। কারণ সেখানের কর্মীদের স্থানান্তরিত করাটাই সবচেয়ে দ্রুত ও সহজ হবে। উত্তর ও দক্ষিণ ব্লকে থাকবে কেন্দ্রীয় ভবন, অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রকের ভবন এবং প্রধানমন্ত্রীর দফতর। সেখানের সবার শেষে কর্মীরা আসবেন। এর কারণ, এগুলি বেশ গুরুত্বপূর্ণ দফতর। নতুন অফিস পুরোপুরি তৈরি হয়ে চালু হয়ে গেলে তখনই সঙ্গে সঙ্গে পুরনো বিল্ডিং থেকে কর্মীদের এখানে নিয়ে আসা হবে। অর্থাত্ ১৩,৫০০ কোটি টাকার এই বিশাল প্রকল্পের মূল শিডিউল সাজানোর পুরোটাই নির্ভর করছে, কোন অফিসের কর্মীদের কতটা দ্রুত স্থানান্তর করা যাবে, তার ভিত্তিতে।