দীর্ঘদিন থেকে অসমাপ্ত ডোডেয়াহাট সংলগ্ন আলিপুরদুয়ার ও কোচবিহারের রেলওয়ে ওভার ব্রীজের কাজ

দীর্ঘদিন থেকেই থমকে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ওভার ব্রিজের কাজ। সাধারণ মানুষের কথা ভেবে রেলের তরফ থেকে এই ওভার ব্রীজের কাজ শুরু হয়েছিল। কিন্তু কেনইবা এই ব্রীজ তৈরি হওয়ার কাজ অসম্পূর্ণ রয়ে গেল সেই নিয়ে কোন বিশেষ কিছু জানতে পারেনি এলাকার সাধারণ মানুষ।

তাদের বক্তব্য যদি এই ওভার ব্রীজের কাজ সম্পূর্ণ হত তাহলে এখানকার মানুষ অনেকটাই উপকৃত হতেন। এখানে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যেত। কিন্তু এই ব্রীজের কাজএতদূর সম্পন্ন হবার পরও কি কারনে কাজটি বন্ধ হলো তা আমরা বলতে পারছিনা। কিছু দিন আগেও আধিকারিক এসে এখানে কাজ খতিয়ে গেছেন তাই আবার আশার আলো দেখছি হয়তো কাজটি আবার শুরু হবে।

এই ওভার ব্রীজ সম্পন্ন হলে কোচবিহার থেকে আলিপুর যাতায়াতের পথ অনেকটাই প্রশস্ত হবে। কারণ এই ওভার ব্রীজের সামনেই কোচবিহারের অন্যতম ঐতিহ্যবাহী ডোডেয়াহাট অবস্থিত। প্রতি মঙ্গলবার এবং শনিবার এই হাটে প্রচুর মানুষ আসেন কেনাবেচা করতে। বৃদ
ব্রীজের কাজ এইভাবে থমকে থাকায় সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়। তাই এলাকার সাধারণ মানুষের দাবি যাতে দ্রুত এখানকার কাজ সম্পন্ন করা যায়।

এই বিষয়ে কোচবিহার জেলার বিজেপির সভাপতি তথা কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় বলেন, কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাবার ওভার ব্রীজের কাজের যে প্ল্যান ছিল ইঞ্জিনিয়ার সেই প্ল্যান অনুযায়ী কাজ করেননি ওভার ব্রীজটি সোজা হবার কথা ছিল কিন্তু একটা জায়গায় দেখা গেল সেই ব্রীজটি বাঁকানো হচ্ছিল তাই রেলের তরফ থেকে সেই কাজটি কে বন্ধ করে দেয়া হয়েছে।

কোচবিহার ও আলিপুরদুয়ারের সংযোগস্থলে ডোডেয়াহাট সংলগ্ন এই কাজটি একটি গুরুত্বপূর্ণ মনে করেছিল রেল মন্ত্রক। কিন্তু হঠাৎ করে তাদের কাজটি বন্ধ করে দেওয়ায় একটা বিপদের মুখে পড়েছেন এই রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াত করা সাধারণ মানুষের । তাই সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব সমস্যা মিটিয়ে রাস্তা তৈরি হলে তারা অনেকটাই উপকৃত হবেন।