উত্তরপূর্বাঞ্চলে অ্যামাজনের মহিলা-চালিত ডেলিভারি স্টেশন

উত্তরপূর্ব ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের ডেলিভারি সার্ভিস পার্টনার-চালিত প্রথম সর্বমহিলা ডেলিভারি স্টেশন চালু করল। এই ডেলিভারি স্টেশনটি মিজোরামের চম্পাইয়ে ভারত-মায়ানমার সীমান্তের কাছে অবস্থিত। এই স্টেশনের মাধ্যমে নিকটবর্তী এলাকাগুলিতে অ্যামাজন তাদের গ্রাহকদের কাছে প্যাকেজ ডেলিভারি দিতে পারবে।

উত্তরপূর্বাঞ্চলের এই নতুন ডেলিভারি স্টেশনটি শুধু গ্রাহকদের কাছে অ্যামাজনকে সহজে পৌঁছতে সাহায্য করবে তা নয়, এর দ্বারা তাদের ডেলিভারি সার্ভিস পার্টনার ও অন্যান্য সহযোগীরাও নানারকম কাজের সুবিধা লাভ করবেন।

উল্লেখ্য, এই মহিলা-চালিত ডেলিভারি স্টেশনটির মাধ্যমে অ্যামাজন লজিস্টিক্স সেক্টরে মহিলাদের জন্য সুযোগ বৃদ্ধি করবে। ইতিমধ্যেই দেশে অ্যামাজনের আরও পাঁচটি মহিলা পরিচালিত ডেলিভারি স্টেশন রয়েছে: তামিলনাডু, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে একটি করে এবং কেরালায় দুইটি। উত্তরপূর্ব ভারতে অ্যামাজন ইন্ডিয়া তাদের উপস্থিতি ক্রমেই দৃঢ়তর করছে এবং বর্তমানে অ্যামাজন ও পার্টনার ডেলিভারি স্টেশনের সংখ্যা প্রায় ৭০। এর ফলে এই অঞ্চলের প্রায় ৪০০ পিন কোড এলাকায় সরাসরি ডেলিভারি প্রদান করা সম্ভব হচ্ছে।