চিন ফেরত মহিলার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য

এ যেন এক অস্বাভাবিক মৃত্যু! চিনের উহান থেকে ফেরত মহিলার বাগডোগরা বিমান বন্দরে হল মৃত্যু। বুধবার ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে খবর, মৃতার নাম স্মিতা প্রধান রাই, বয়স ৪৫। দার্জিলিংয়ের মিরিক ব্লকের শিয়কে গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

বিমান বন্দর সূত্রে জানা যায় যাত্রী ছিলেন দিল্লি -বাগডোগরা বিমানের। দুপুর ১ টা নাগাদ বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতার স্বামী বিশাল রাই জানান, স্মিতা চীনের উহানে কাজ করত, বুধবার সকালে দিল্লিতে পৌঁছে তাকে জানায় বেলা ১১ টায নাগাদ সে বাগডোগরা নামবে। বিমানবন্দরে সময়মতো সে পৌঁছে যায়, কিন্তু বেলা ১ টা নাগাদ বিমানবন্দরে তরফ থেকে তাঁকে জানানো হয় তার স্ত্রী অর্থাৎ মিতাকে বাগডোগরা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, এবং হাসপাতালে পৌঁছে জানা যায় তার স্ত্রী মারা গিয়েছে।

বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে তরফে জানানো হয় মহিলা কে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ বিমান থেকে নামার পর ওই মহিলার মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে স্মিতার দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।