মা হওয়ার কিছুদিনের মধ্যেই অভিনয় জীবনে ফিরলেন সাংসদ – অভিনেত্রী

এই মুহুর্তে টলিউডের সব চেয়ে বিতর্কিত নাম নুসরত জাহান। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। বহু জল্পনা ও বিতর্কের পরে সদ্যই মা হয়েছেন অভিনেত্রী। পুত্র সন্তানের মা হয়েছেন তিনি যার পিতৃপরিচয় নিয়ে জল্পনা চলছে এখনো। এবার এসবের মাঝেই আরো এক সুখবর দিলেন অভিনেত্রী। মা হ‌ওয়ার মাত্র ১২ দিন পর‌ই প্রথম ক্যামেরার সামনে আসলেন নুসরত। একটি বিশেষ বিউটি স্যালনের লঞ্চিং অনুষ্ঠানে গেস্ট হয়ে আসেন এই অভিনেত্রী। এর পাশাপাশি আর কদিনের মধ্যেই ছবির শুটিং শুরু করছেন নুসরত জাহান।

অভিজিৎ গুহ সুদেষ্ণা রায় পরিচালিত ‘জয় কালী কলকাত্তায়ালী’ ছবিতে সোহম চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং সোমরাজ মাইতির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নুসরত জাহান। অক্টোবর মাস থেকেই শুরু করছেন ছবির শুটিং। ২০২০ সালে এস‌ওএস কলকাতা ছবির পর এতদিন বাদে আবার অন্য একটি ছবির শুটিং শুরু করছেন নুসরত। রাজারহাট সহ কলকাতার বিভিন্ন অংশে শুটিং করবেন নুসরত। অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায় ছবিতে কামব্যাক করতে চলেছেন নুসরত জাহান। এবার রোল ক্যামেরা অ্যাকশন এবং নিজের পুরনো জীবনে আবার ফিরতে চলেছেন নুসরত।

অন্যদিকে মা হওয়ার পর প্রথম ছবি মুক্তি পাচ্ছে অভিনেত্রী-তৃণমূলের সাংসদ নুসরত জাহানের। অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে ‘এসওএস কলকাতা’। ‘এসওএস কলকাতা’ তাঁর কাছে খুব স্পেশ্যাল একটা ছবি বলে বরাবর জানিয়ে এসেছেন নুসরত। কেননা, এরকম একটা চরিত্রে তিনি এর আগে অভিনয় করেননি। অন্যদিকে এই ছবিতে রয়েছেন তাঁর প্রিয় বন্ধু মিমি চক্রবর্তীও। ছবিতে মিমি যশের স্ত্রী। আর নুসরত হলেন যশ দাশগুপ্তের সহকর্মী। এই ছবি দিয়েই প্রযোজনায় পা রেখেছিলেন অভিনেত্রী এনা সাহা।