মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহারের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সুর চড়ালেন অনীত থাপা

গতকালই আনুষ্ঠানিকভাবে জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করেছে মোর্চা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সাংবাদিক বৈঠকে সুর চড়ালেন অনীত থাপা।বিরোধী জোটকে কটাক্ষ করে অনীতের মন্তব্য, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে পাহাড়ে।

তার কথায়, এই জোট গোর্খাল্যান্ড আদায়ের জন্য নয়, এই জোট বিজিপিএম এবং অনীতকে ধ্বংস করার চেষ্টা।শনিবার শহর শিলিগুড়ি সংলগ্ন পিন্টেল ভিলেজে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে অনীত থাপা বলেন, কেউ একজন সই তুলে নিলে কোনও প্রভাব পড়বে না।

অন্যদিকে, গোর্খাল্যান্ড ইস্যুতে বলেন, গোর্খাল্যান্ড এখন রাজনৈতিক ইস্যু। আমি গোর্খা হিসেবে গোর্খাল্যান্ডের পক্ষে। তবে এভাবে গোর্খাল্যান্ড আদায় করা যায় না। তাই আমি উন্নয়নের স্বার্থে পাহাড়ে কাজ করে যাব।