নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই অশান্ত এই রাজ্য। দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে বিধায়কদের বাঁচাতে বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। তবে বিজেপির ১৫ জন বিধায়ক এর আগে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছেন। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে নিজের কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লকেট চট্টোপাধ্যায়ের। তাঁকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি । লকেট দেবী অভিযোগ করে বলেছেন, রাজ্য জুড়ে বিজেপির নেতা-কর্মীরা যখন আক্রান্ত হচ্ছে, তখন আমি নিরাপত্তা নিয়ে কি করব। অভিযোগ, ২ মে’র পর থেকে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে৷

লোকসভার বিজেপি সাংসদ লকেট এত দিন তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাঁকে নিরাপত্তা দেওয়ার ভার ছিল সিআইএসএফ-এর উপর। লকেটের যুক্তি, জেলায় জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই অবস্থায় তিনি নিজের স্বার্থে নিরাপত্তা চান না। জানা গিয়েছে, রবিবারই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের আসতে বারণ করে দিয়েছেন লকেট৷ বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচারের অভিযোগেই তাঁর এই পদক্ষেপ৷
এ দিন লকেট চট্টোপাধ্যায় জানাচ্ছেন, ২ তারিখে ফল ঘোষণার পরে এত কার্যকর্তা মারা গিয়েছে, এত মহিলাদের উপর অত্যাচার হয়েছে। দলের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলাম না আমি। একজন মহিলা হয়ে আমার মনে হয়েছে, আমি নিরাপত্তারক্ষী নিয়ে থাকলে আমি তাদের পাশে কোন মুখে দাঁড়াব। প্রসঙ্গত নির্বাচনের পরে অশান্তির অভিযোগকে সামনে রেখে বিজেপি তাদের ৭৫ জন বিধায়ককেই নিরাপত্তা দিতে চেয়েছিল। যদিও অন্তত ১৫ জন সেই প্রস্তাব ফিরিয়ে দলকে অস্বস্তিই দিয়েছে।