টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, উধাও হয়ে যাবে ট্যানও

ছাতা ছাড়া বাইরে বেরোলে যে শুধু রোদের দাপটে ঘাম হচ্ছে তা নয় সাথে ট্যানও পড়ছে। পা ঢাকা জুতো, কিংবা ওড়না দিয়ে মুখ ঢেকে বেরোলোও কোনও লাভ হচ্ছে না। রোদের আঁচ গায়ে পড়ছেই। সাজগোজ যতই শৌখিন হোক, রোদে পোড়া দাগ আড়াল করা যায় না। সেই দাগ তুলতে পার্লারে ছুটতে হয়। অথচ ঘরোয়া উপায়েই কিন্তু ট্যান দূর করা যায়। প্রয়োজন নেই বেশি কিছুর। টম্যাটোর গুণেই ত্বকে আসবে নজরকাড়া জেল্লা, রোদের পোড়া দাগ নিমেষে উধাও হয়ে যাবে।

টম্যাটো এবং মধু: একটি বাটিতে টম্যাটোর ক্বাথ এবং ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন। মিনিট কুড়ি মতো রেখে ধুয়ে ফেলুন।এই মিশ্রণ বিশেষ ভাবে কার্যকরী ত্বকের শুষ্কতা দূর করতে ।

টম্যাটো এবং ওটমিল: একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো ভাল করে মিশিয়ে মুখে মেখে রাখুন। হালকা হাতে ঘষে নিয়ে মিনিট দশেক পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক মুখ থেকে মৃত কোষ সরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্যবহার করতে পারেন।

টম্যাটো এবং লেবুর রস: ত্বক থেকে রোদে পোড়া দাগ তুলতে টম্যাটোর ক্বাথের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণ ১৫ থেকে ২০ মিনিট দেহের পোড়া অংশে মেখে রাখুন। তবে মুখে মাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ত্বকে এই মিশ্রণ মাখলে জ্বালা করতে পারে। তেমন হলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।

টম্যাটো এবং দই: একটি পাকা টম্যাটোর ক্বাথের সঙ্গে ১ টেবিল চামচ টক দই ভাল করে মিশিয়ে নিন। মুখ ছাড়াও দেহের অন্যান্য অংশেও ট্যান পড়ে রোদে। এই মিশ্রণ সেই সব অংশে স্নানের আগে মেখে নিন। মিনিট পনেরো রেখে স্নান করে ফেলুন। ট্যান পালাবে।