ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘ফেনজ়ল’। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের অনুমান, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গে ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। আগামী শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । নভেম্বরের শেষে রাজ্যের উপকূল-সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।