বড় স্বস্তি দিয়ে মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হলো, অস্ত্রসহ উদ্ধার হওয়া বোট জঙ্গিদের নয়

গতকালই আচমকাই প্রকাশ্যে এসেছে এই ঘটনা। বিপুল অস্ত্রসহ বোট উদ্ধার হয়েছে মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে। অস্ত্রের পাশাপাশি বিরাট সংখ্যক বিস্ফোরক ছিল ওই বোটে। ২৬/১১-এর সেই হামলার সময় এইভাবে সমুদ্র পথে এসেছিল জঙ্গিরা।

আবার কি একই জিনিস ঘটতে চলেছিল, প্রশ্ন ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে যে, এর সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই। এই খবর শুনে সকলে স্বস্তি পেয়েছে বটে কিন্তু আদতে এই বোট কার?

সরকারের তরফে জানান হয়েছে, যে বোট উদ্ধার হয়েছে তার মালিক একজন অস্ট্রেলিয়ান মহিলা। তাঁর স্বামী এই নৌকার ক্যাপ্টেন ছিলেন। আসলে প্রবল জোয়ার এবং উত্তাল সমুদ্রে আটকা পড়ার পরে নৌকাটির ক্যাপ্টেন ‘SOS’ জানান। তারপর কোরিয়ান নৌবাহিনীর একটি বোট তাঁদের উদ্ধার করে।

কিন্তু এই বোট সমুদ্রে ভেসে আজ এই উপকুলে এসে পৌঁছায়। জানা গিয়েছে, এই নৌকাটি মাসকাট থেকে ইউরোপে যাচ্ছিল এবং ২৬ জুন যাত্রা শুরু করেছিল। আরও জানান হয়েছে, প্রাথমিক তথ্য অনুসারে, এর সঙ্গে কোনও সন্ত্রাসী হামলার সম্পর্ক নেই।

মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর তীরের কাছে এই বোট উদ্ধার করা হয় যাতে তিনটি একে ৪৭ রাইফেল, বিস্ফোরক ও দশ বাক্স গুলি ছিল। কিন্তু সেখানে আর কাউকে পাওয়া যায়নি। কারা ছিল এই বোটে, আর অন্য কোনও বোট আছে কিনা, সেইসব জানতেই তদন্তের গতি বাড়িয়েছিল মুম্বই পুলিশ। কিন্তু এখন সরকার সকলকে আশ্বস্ত করেছে।