মাঝে বাকি আর মাত্র কটা দিন তারপরেই পয়লা বৈশাখ। তার আগে দীঘায় প্রেস ক্লাবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করলেন নতুন বাংলা শব্দের। মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষের আগে সবাইকে শুভেচ্ছা জানাতে গিয়ে বললেন “শুভনন্দন।” মুখ্যমন্ত্রী দীঘার দুটি বিচেরও নামকরণ করেন। একটির নাম দেন ঢেউ সাগর, অন্যটির সূর্য সাগর।
প্রেসক্লাব উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “শুভ নব বৈশাখের শুভনন্দন জানাচ্ছি আপনাদের। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন। আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন।”
এর আগেও মুখ্যমন্ত্রী নামকরণের ব্যাপারে বিশেষত্বের চিহ্ন রেখেছেন। কলকাতার রাস্তার একটি নাম করেছেন ‘সত্যজিৎ রায় ধরনী।’ অন্যদিকে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ব্যাঘ্র শাবকদের নামকরণ তিনি করেছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের নাম মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত। এগুলির মধ্যে রয়েছে নবান্ন, শুভান্ন, উপান্ন, উত্তীর্ণ (আলিপুরের অডিটরিয়াম)।