বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। তবে নয়া বছরে উত্তরবঙ্গজুড়ে ধামাকা। কোথাও ১০ তো কোথাও ৫, ঠান্ডার স্পেল অব্যাহত। পাহাড়ে তো হাড় কাঁপানো ঠান্ডা রয়েইছে তবে পিছিয়ে নেই সমতলও।
দুদিন হল সামান্য কিছুটা হলেও শীত উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসীও। তবে ফের খারাপ খবর। আগামী ৩-৪ দিনে কলকাতা সহ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১০ জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।
নতুন করে জাঁকিয়ে শুরু হবে শীতের স্পেল। ওদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহেই। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আকাশে জমছে মেঘ।