গত বছর থেকে চলতি বছরেও গোটা মরশুম জুড়েই চলেছে শীতের লুকোচুরি৷ যখনই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেছে, তখনই ঝঞ্ঝার বাউন্সারে ছন্দ হারিয়েছে শীত৷ মাঘের শুরুতে কিছুটা হলেও বঙ্গে ফিরেছে শীতের আমেজ৷ আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ কিন্তু রাজ্যে থিতু হবে তো শীত? তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে৷
হাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে ২০ তারিখের পর ফের আবহাওয়ায় বদল আসতে চলেছে৷ আপাতত বেশ কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে৷ সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ছলমল আকাশের দেখা মিলবে৷ এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ এটাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম৷ আগামী ২৪ ঘণ্টায় আরও পারদ পতন হবে৷
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২১ জানুয়ারি উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ২০ তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা একটু বাড়বে৷ কমবে শীত। কলকাতার ক্ষেত্রেও একই বদল ঘটবে৷ ফলে শীতের এই আমেজ দীর্ঘস্থায়ী হবে না বলেই ইঙ্গিত৷
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির ইঙ্গিত৷ মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকলেও ১৯ জানুয়ারি, বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টি হবে। ২০ জানুয়ারিউত্তরের পাঁচটি জেলা- দার্জিলিং,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখে উত্তরবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা বৃষ্টি হবে৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও৷ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷