রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত

এবার ধীরে ধীরে জাঁকিয়ে বসেছে শীত৷ কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে৷ বৃহস্পতিবার সকালেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী৷ বেশ জোড়েই কামর বসিয়েছে শীত৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াসে৷ সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি৷ উত্তর থেকে দক্ষিণ দেখেছে কুয়াশা ভরা সকাল৷ কিন্তু বাঙালির মনে এখম একটাই প্রশ্ন এই শীত আর ক’দিন? হাওয়া অফিসের ইঙ্গিতে মন ভেঙেছে৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহান্তেই শীত কমে শুরু হতে পারে বৃষ্টি৷ শুক্রবার সকাল থেকে শুরু হবে মেঘের আনাগোনা৷ বাড়বে তাপমাত্রা৷ 

এর আগে দু’দুটি পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে মুখ থুবড়ে পড়েছে শীত৷ হয়েছে অকাল বৃষ্টি৷ হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল থেকে ফের মেঘ জমতে শুরু করবে৷ কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে৷ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ যার ফলে রাতের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷ ফলে পৌষের মতো মাঘেও ভিজবে বাংলা৷  এই ক’দিন কলকাতা সংলগ্ন এলাকার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ দাপটের সঙ্গে বিরাজ করছে শীত৷ পুরুলিয়ার রাতের তাপমাত্রা ছিল সাড়ে ৮ ডিগ্রি। শ্রীনিকেতন, আসানসোল, পানাগড়ের তাপমাত্রা ছিল ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে৷