জলের দরে মিলবে মদ! আয় বাড়াতে নয়া সিধান্ত নিচ্ছে আবগারি দফতর

মদ হাতে পেলে সুরাপ্রেমিরা প্রায়সই বলে থাকেন, সবার উপরে মদ সত্য, তাহার উপরে কেহ নাই! কারন, সারাদিনের দুঃখগুলোকে ধুয়ে মুছে দিতে মদের জুড়ি মেলা ভার। আর সেকথা মাথায় রেখে রাজ্যের সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর দিতে চলেছে পাঞ্জাব সরকার। জানা গিয়েছে, একধাক্কায় অনেকটাই কমতে চলেছে মদের দাম। ২০২২-২০২৩ আবগারি নীতি অনুযায়ী পঞ্জাব সরকার দেদার বিয়ার ভারতে তৈরি বিদেশি মদ বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। জানা গিয়েছে, এই সরকারি সিদ্ধান্তের ফলে মদের দামে ৩৫ থেকে ৬০ শতাংশ কমতে পারে। ১ জুলাই থেকে পঞ্জাবে এই নয়া নীতি চালু হবে। এই নয়া নীতির ফলে সব মিলিয়ে ৯ হাজার ৬৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার। ২০২১-২২ সালের এই রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৬ হাজার ১৫৮ কোটি টাকা। এই মুহূর্তে পঞ্জাবে মদের দাম হরিয়ানার থেকে ১০-১৫ শতাংশ কম। সেখানে বিয়ারের দাম ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে। সেখানে চণ্ডীগঢ়ে বোতল প্রতি বিয়ারের দাম ১২০ থেকে ১৫০ টাকা। নয়া নীতি চালুর ফলে পঞ্জাবের সবথেকে জনপ্রিয় মদ এখন থেকে বোতল প্রতি ৪০০ টাকা দামে বিক্রি হবে। এখন সেখানে এই মদের দাম ৭০০ টাকা। মদের দাম কমলে পঞ্জাব থেকে হরিয়ানার মদ পাচার অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। আবগারি দফতর সূত্রে খবর, বেআইনি মদপাচার, অপ্রাপ্তবয়স্কদের মদ বিক্রি, এবং চোলাই মদের ব্যবহার কমবে।

এদিকে অন্য এক সূত্র মারফত জানা গিয়েছে, পাঞ্জাব সরকারের দেখাদেখি একইপথে হাটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও এবিষয় বর্তমানে ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে। তাঁদের মতে, মদের দাম যদি আরও কমিয়ে দেওয়া যায় তাহলে বিক্রির পরিমাণ আরো বাড়বে। আর তাতে সরকারের রাজস্ব সংগ্রহও বাড়বে। তবে ইতিমধ্য যে কোনো ব্যাক্তি বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে রাজ্যে বিক্রি হওয়া যেকোনো মদের দাম দেখে নিতে পারবেন। শুধু দেশি মদ নয়, বিদেশি মদের দামও তিনি বাড়িতে বসে জেনে নিতে পারবেন।