আগামী মাসে কি স্বস্তি পাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা।

ওদিকে পুজোর মরসুমে নিজের কর্মীদের অতিরিক্ত চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আগে ৪২% DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর বর্তমানে তা ৪% বেড়ে হল ৪৬. সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান গিয়ে দাঁড়ালো ৪০ শতাংশে।

তবে এরই মধ্যে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় স্বস্তির খবর এল। ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর শুনানি হতে চলেছে। যেই শুনানির দিকে চেয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।