দেশের পাশাপাশি রাজ্য বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে লাগামছাড়া পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। করোনা সংক্রমণ বিগত কয়েক দিনে যেভাবে বেড়েছে তাতে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। যেখানে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত দৈনিক সংক্রমণ ৫০ থেকে ১০০-র মধ্যে ছিল, সেটাই এখন প্রায় ৩ হাজারের কাছাকাছি চলে গিয়েছে।
পাল্লা দিয়ে অস্বস্তি বাড়াচ্ছে মৃত্যুর পরিসংখ্যানও। এদিকে, রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে, অফলাইন পরীক্ষা হচ্ছে, হাটে-বাজারে মানুষ মাস্ক ছাড়াই বেরোচ্ছে। তাই উদ্বেগ বাড়ছেই। এক্ষেত্রে প্রশ্ন উঠছে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন খোলা থাকতে পারবে। যদিও আপাতত তা যে বন্ধ হচ্ছে না, সেটা স্পষ্ট।
এবারের সংক্রমণের তালিকায় অনেক স্কুল পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকারা আছেন। তাই স্কুল কী ভাবে খোলা থাকবে বা খোলা থাকলেও বাচ্চাদের জন্য কেমন সুরক্ষা থাকবে তা নিয়ে চিন্তায় অভিভাবকরা। এই আবহে অনেকেই মনে করছেন যে স্কুল হয়তো আবার বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ তেমনটা ভাবছে না।
তাদের বক্তব্য, ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে এনে তা চালু রাখাই হবে। স্কুল বন্ধ করার কোনও পরিকল্পনা এখনও তাদের নেই। তবে পরিস্থিতি যদি আগের মতো বেগতিক হয়ে যায় তাহলে অভিভাবকদের পরামর্শ নেবে স্কুলগুলি এমন জানান হয়েছে। অন্যদিকে শিক্ষা দফতর থেকে এখনও কোনও নির্দেশিকা আসেনি স্কুল বন্ধের ব্যাপারে। তাই এই নিয়ে সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
উল্লেখ্য, গতকালের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। আজ আক্রান্তের শীর্ষে উত্তর ২৪ পরগনা, জেলায় একদিনে আক্রান্ত ৮৩৪ জন। এরপরই রয়েছে কলকাতা। এই শহরে একদিনে আক্রান্ত ৮১৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২৩৩ জনে।