আরও বাড়বে আলুর দাম? আশঙ্কার কথা শোনালেন ব্যবসায়ীরা

তেলের দাম বাড়বার কারনে আলুভাজার বিকল্প হিসেবে পাতে আলু সেদ্ধটাই বেঁছে নিয়েছিল একাংশ মধ্যবিত্ত পরিবার। কিন্তু তাতেও এবার দামের ছেঁকা। তরতরিয়ে বাড়ছে আলুর দাম। বর্তমানে বাজারে চন্দ্রমুখী আলুর দাম অনেক জায়গাতেই ৪০ টাকা ছুঁয়েছে। জ্যোতি আলুও বিকোচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে। পাশাপাশি আগামী কয়েকদিনে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এবিষয়ে আলুর পাইকারী ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচের পাশাপাশি হিমঘরের ভাড়া বৃদ্ধিও আলুর দাম বাড়ার অন্যতম কারণ। ব্যবসায়ীদের কথায়, এ বছর আলু চাষের মরসুমে ঘূর্ণিঝড় জাওয়াদের ফলে প্রচুর আলু বীজ জমিতেই নষ্ট হয়েছিল। পুনরায় কৃষকরা আলুর বীজ বসিয়েও ভালো ফলন পাননি। এর ফলে কৃষকরা বাড়তি লাভের আশায় হিমঘরে আলু রেখে পড়েছেন বিপাকে। কারণ হিমঘরের ভাড়াই বেড়ে গিয়েছে। মূলত, এই বছর রাজ্য সরকার বস্তা প্রতি ৭.৩৭ টাকা করে বাড়িয়ে বস্তা প্রতি হয়েছে ৯০.২৫ টাকা। যা গতবছর ছিল বস্তা প্রতি ৮২.৮৮ টাকা। পাশাপাশি গত মরসুমে রাজ্যে আলু উৎপাদন হয়েছে ৯০ লক্ষ মেট্রিকটন। তার মধ্যে ৬৩ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছে। ভীন রাজ্য থেকে আসা ২ লক্ষ মেট্রিকটন আলু এই রাজ্যের ৪৬৬ টি হিমঘরে মজুত রাখা হয়েছে। বস্তা অনুযায়ী গতবছর হিমঘরে মজুত ছিল ১৪ কোটি ৪৮০লক্ষ প্যাকেট। এই বছর তা কমে ১২ কোটি ৬৫ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। ফলে হিমঘরের ভাড়া না কমলে আরও বাড়তে পারে আলুর দাম বাড়তে পারে বলে করেছেন ব্যবসায়ীদের একাংশ।