বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হল না। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকার কারণে পার্থর জামিন মামলার শুনানি হয়নি।
আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেদিনই প্রাক্তন তৃণমূল মহাসচিবের জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। চলতি মাসেই জামিন পাবেন পার্থ? আদালতের সিদ্ধান্তের দিকে নজর সকলের।