নির্দিষ্ট সময়ের আগেই মুক্তি হবে অস্বস্তিকর গরম থেকে

নির্দিষ্ট সময়ের আগেই এল বৃষ্টি। ভ্যাপসা গরম থেকে মুক্তি পেল রাজ্যবাসী। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের জেরে নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। বিকেল-সন্ধ্যার দিকে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিগত কয়েকদিন ধরেই অস্বস্তিকর আবহাওয়া পেয়েছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। হাঁসফাঁস গরম থেকে রেহাই দিতে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভিজতে পারে উত্তরবঙ্গও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে আজ দিনের কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা অনেকটাই উর্ধ্বমুখী। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।